ছুলাছা (মঙ্গলবার), ১৬ এপ্রিল ২০২৪

ভারতের সঙ্গে মুদ্রা বিনিময় চুক্তি মালদ্বীপের

ভারতের সঙ্গে মুদ্রা বিনিময় চুক্তি মালদ্বীপের

আন্তর্জাতিক ডেস্ক : গত বছর মালদ্বীপের জন্য ভারত যে ১.৪ বিলিয়ন ডলারের অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করে তার অংশ হিসেবে দেশ দুটি ৪০০ মিলিয়ন ডলারের একটি মুদ্রা বিনিময় (কারেন্সি সোয়াপ) চুক্তি সই করছে।

সোমবার চুক্তি সইয়ের পর মালের ভারতীয় দূতাবাস থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, এই চুক্তির ফলে ভারত ও মালদ্বীপ পূর্ব নির্ধারিত শর্তে মুদ্রা বিনিময় করতে পারবে।

বৈদেশিক মুদ্রা বাজার ও বিনিময় হারে ঝুঁকি এড়াতে এই চুক্তি করা হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

গত বছর মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ’র ভারত সফরকালে দুই দেশের মধ্যে চারটি চুক্তি সই হয়।

Facebook Comments Box