খামিছ (বৃহস্পতিবার), ২৫ এপ্রিল ২০২৪

ভারতের জিডিপিতে বড় ধরনের পতনের আভাস

ভারতের জিডিপিতে বড় ধরনের পতনের আভাস

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের অর্থনীতির সম্প্রসারণ না ঘটে বরং সংকোচন ঘটবে। আইএমএফ এই আভাস দিয়েছে।

ওয়াশিংটন ভিত্তিক আন্তর্জাতিক ঋনদান সংস্থাটি জানায় যে ভারতের গ্রোস ডমেস্টিক প্রডাক্ট (জিডিপি) ২০২১ সালের মার্চ পর্যন্ত বর্তমান অর্থ বছরে ৪.৫ শতাংশ কমে যাবে। এর আগে এপ্রিলে ১.৯ শতাংশ প্রবৃদ্ধি হবে বলে উল্লেখ করা হয়েছিলো।

বুধবার প্রকাশিত এক রিপোর্টে আইএমএফ বলে, আগের আভাসের চেয়ে ৬.৪% অবনমনের কারণ হলো লকডাউন দীর্ঘায়িত হওয়া এবং এপ্রিলে যতটা অনুমান করা হয়েছিলো তারচেয়ে ধীরে পুনরুদ্ধার।

করোনার জন্য গত মার্চ থেকে ভারতে লকডাউন চলছে। তবে আক্রান্ত বৃদ্ধির পরও সাম্প্রতিক সময়ে লকডাউন কিছুটা শিথিল করা হয়েছে।

প্রায় চার দশকের মধ্যে এই প্রথম আইএমএফ ভারতের পুরো একটি অর্থবছরের জন্য আভাস দিলো। তবে একেও কিছুটা নমনীয় বলে মনে করছেন অনেক বিশ্লেষক।

দুর্বল প্রবৃদ্ধি সরকারের বাজেটের উপর চাপ ফেলবে।

Facebook Comments Box