সাবত (শনিবার), ২০ এপ্রিল ২০২৪

ভারতীয় মুদ্রার দরপতনে ক্ষতিগ্রস্ত নেপালি রুপি

মুদ্রার বিনিময় হার : ২৩ ফেব্রুয়ারি ২০২০

নিউজ ডেস্ক : রোববার নেপাল রাষ্ট্র ব্যাংক (এনআরবি) এক মার্কিন ডলার ১১৪.৯৬ রুপির বিনিময়ে বিক্রি করে, যেখানে ডলারের ক্রয়মূল্য রয়েছে ১১৪.৩৬ রুপি। এনআরবির মুদ্রা বিনিময় রিপোর্টে এই বিনিময় মূল্যের উল্লেখ রয়েছে।

এনআরবির মতে, বর্তমান সিস্টেমের অধীনে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের দেয়া বিনিময় রেটের মধ্যে তারতম্য থাকতে পারে।

এক মাসের মধ্যে নেপালি রুপির মূল্য ডলার প্রতি ৩.৬৯ রুপি হ্রাস পেয়েছে। ২৫ জুলাই এক ডলারের বিক্রয় মূল্য ছিল ১১০.৬৭ রুপি।

এনআরবি এক্সিকিউটিভ ডিরেক্টর ড. গুনাকার ভাট্টার মতে, নেপালি রুপির দরপতনের কারণ হলো ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার দাম কমে যাওয়া।

তিনি বলেন, “মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার দর কমে যাওয়ায় সেটা সরাসরি নেপালি মুদ্রার উপর প্রভাব ফেলেছে, কারণ ভারতীয় মুদ্রা দিয়ে নেপালের মুদ্রার পরিমাপ করা হয়”।

বর্তমানে ভারতীয় ১০০ রুপির বিনিময়ের নেপালের ১৬০ রুপি দর নির্ধারিত রয়েছে।

তার মতে, যে সব বিদেশী বিনিয়োগকারী ভারতে বিনিয়োগ করেছে, তাদের বিনিয়োগ সেখান থেকে সরিয়ে নেয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে, কারণ কাশ্মীর সঙ্কটের কারণে সেখানে ভারতীয় রুপির দরপতন ঘটেছে।

Facebook Comments Box