জুমুআ (শুক্রবার), ০৭ নভেম্বর ২০২৫

বৈশাখী উৎসবে বেরিয়ে লাশ হয়ে ফিরল ২ যুবক

গাজীপুর: পহেলা বৈশাখে মোটরসাইকেলে চার বন্ধু মিলে ঘুরতে বেরিয়ে লাশ হয়ে ফিরল দুই যুবক। বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কে মুনশুরপুর নামক স্থানে কালভার্টের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় তারা নিহত হন। নিহতরা হলেন সৌরভ (২৫) ও নিমন (২০)।  দুজনই কলেজছাত্র।

সৌরভ গাজীপুর সদর উপজেলার মাধববাড়ী এলাকার সোলেমান হোসেনের ছেলে এবং নিমন একই উপজেলার উত্তর ছায়াবীথী এলাকার শাকিল মিয়ার ছেলে।  কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আজিজুর রহমান জানান, গাজীপুর সদর থেকে দুটি মোটরসাইকেল নিয়ে চার বন্ধু মিলে ঘুরতে আসে কালীগঞ্জ উপজেলায়। বিকেলে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের মুনশুরপুর নামকস্থানে বন্ধু নিয়নসহ সৌরভের বেপরোয়া গতির মোটরসাইকেলটি উত্তরা ফিলিং স্টেশনের পাশের একটি কালভার্টের পিলারের সঙ্গে আঘাত লাগে।

এতে ঘটনাস্থলেই সৌরভ নিহত হয় এবং এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় নিমনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক মো. আশরাফুল ইসলাম উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। ঢাকায় নিয়ে যাওয়ার পথে নিমনের মৃত্যু হয়।

এসআই আরো জানান, নিহত সৌরভ গাজীপুর আজিম উদ্দিন কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র। তিনি এসএসসি ও এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ পাওয়া মেধাবী শিক্ষার্থী। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box