সাবত (শনিবার), ১৩ ডিসেম্বর ২০২৫

ফারাক্কা বাঁধ ভিন্ন দেশের ইস্যু -পরিকল্পনা প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: শতবর্ষী উন্নয়ন পরিকল্পনা ডেল্টাপ্ল্যানে ফারাক্কা বাঁধ নিয়ে কোনো বক্তব্য না থাকার বিষয়কে কেন্দ্র করে বিতর্কে জড়িয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এবং জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক প্রধান উন্নয়ন গবেষক ড. এস নজরুল ইসলাম। এ সময় ফারাক্কা বাঁধকে অন্য দেশের ইস্যু বলে মন্তব্য করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী।

গত বৃহস্পতিবার (১০ মার্চ) পানি বিষয়ক এক সেমিনারে এ বিতর্কে জড়ান তারা। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) সেমিনারটির আয়োজন করে।

রাজধানীর আগারগাঁওয়ে সংস্থার কার্যালয়ে আয়োজিত সেমিনারে ড. এস নজরুল ইসলাম বলেন, ভারতের ফারাক্কা বাঁধ পানির সংকটসহ বিভিন্ন ভাবে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে। অথচ সরকারের ১০০ বছরের উন্নয়ন পরিকল্পনায় এ বিষয়ে একটি ‘বর্ণ’ পর্যন্ত নেই।
তিনি বলেন, ভারতীয় বিশেষজ্ঞরাও বলছে, ৪০ বছর বয়স হলেই নদীর বাঁধ পর্যালোচনা করতে হয়। ফারাক্কার বয়স ৫০ বছর পেরিয়ে গেছে। অথচ বাঁধটি উৎপাটনের বিষয়ে ডেল্টাপ্ল্যানে একটা সাধারণ মন্তব্যও নেই।

ড. এস নজরুল ইসলামের মতে, ডেল্টাপ্ল্যানের রূপকল্প সঠিক হয়নি। এতে তথ্য ঘাটতি আছে, সমন্বয় নেই।

ডেল্টাপ্ল্যান তৈরি করেন ড. শামসুল আলম। তিনি বলেন, অনেক কিছু না জেনেই এ ধরনের মন্তব্য করেছেন ড. নজরুল। ফারাক্কা বাঁধ ভিন্ন দেশের ইস্যু। এ ইস্যুতে বাংলাদেশের ডেল্টাপ্ল্যানে কিছু থাকার কথা নয়। অথচ ড. নজরুল ফারাক্কা বাঁধ ‘ডিমলিশ’ করার পরিকল্পনা নেই কেন সে প্রশ্ন তুলেছেন।

পরিকল্পনা প্রতিমন্ত্রীর বক্তব্যের পর বির্তকটাকে আরও এগিয়ে নেন ড. এস নজরুল ইসলাম। তিনি বলেন, ফারাক্কা ভিন্ন দেশের ইস্যু হতে পারে না। আন্তর্জাতিক আইনে রয়েছে, অভিন্ন নদীর ক্ষেত্রে কোনো দেশ এমন কোনো কাজ করতে পারবে না যাতে অন্যদেশ ক্ষতিগ্রস্ত হয়। তার প্রশ্ন, ফারাক্কা নিয়ে কথা বলা না গেলে গঙ্গা ব্যারেজ নিয়ে কেন কথা বলা হচ্ছে। অবশ্য এরপর আর কোনো কথা বলেননি পরিকল্পনা প্রতিমন্ত্রী।

Facebook Comments Box