প্রতিরক্ষা সম্পর্ক নিয়ে সৌদি ক্রাউন প্রিন্সের সঙ্গে পাকিস্তান সেনাপ্রধানের আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক:পাকিস্তান সেনা প্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়া সফররত সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাত করে দুই দেশের প্রতিরক্ষা খাতের মধ্যে চলমান সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন।
পাকিস্তান-সৌদি আরব সম্পর্কটিকে বর্তমান আগ্রহপূর্ণ অবস্থানে নিয়ে আসার জন্য সেনাপ্রধান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
বাজওয়ার পাশাপাশি পাকিস্তানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত নাওয়াফ সাইদুল মালকিও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রাষ্ট্রদূত নিযুক্ত হওয়ার আগে মালকি ছিলেন পাকিস্তানে সৌদি মিলিটারি এটাশে। তার সঙ্গে জেনারেল রাহিল শরিফ ও জেনারেল বাজওয়ার উষ্ণ সম্পর্ক রয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সৌদি আরব সফরে গেলে দেশটি যে বিপুল আর্থিক সহায়তার কথা ঘোষণা করে তা পাকিস্তানের অর্থনীতিকে স্থিতিশীল করতে সহায়ক হয়।
ইমরান খানের সফরের আগে গত বছর ২২ আগস্ট সৌদি আরব সফর করেন জেনারেল বাজওয়া। তিনি সৌদি নেতৃবৃন্দের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তার এই সফর পাকিস্তানের অর্থনীতির উপর শুধু ইতিবাচক প্রভাব ফেলেনি এই অঞ্চলে শান্তি ও স্থিতিশিলতা প্রতিষ্ঠায়ও সহায়ক হয়েছে।













