জুমুআ (শুক্রবার), ১৮ অক্টোবর ২০২৪

পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

আরএফএন ডেস্কঃ আস্থা ভোট সামনে রেখে পদত্যাগের ঘোষণা দিলেন নেপালের প্রধানমন্ত্রী খাগড়াপ্রসাদ অলি। রবিবার এমনটাই জানায় বার্তা সংস্থা রয়টার্স।

২০১৫ সালে ক্ষমতা গ্রহণের পর থেকেই বেশ কয়েকবার সমালোচনার মুখে পড়েন কমিউনিস্ট পার্টির (সংযুক্ত মার্কসবাদী-লেনিনবাদী) নেতা খাগড়া প্রসাদ (কেপি) শর্মা অলি।
রবিবার বিকেলে নেপালের ৫৯৫ সদস্যের পার্লামেন্টে হতে যাওয়া আস্থা ভোটে অলি হেরে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছিলো। এর আগে রবিববার সকালে রাষ্ট্রিয় প্রজাতন্ত্র পার্টি (আরপিপি) ও মাধেসি জনঅধিকার ফোরাম নেপাল (ডেমোক্রেটিক) ক্ষমতাসীন জোট ছাড়ার ঘোষণা দেয়। উভয় দল জানায়, ভোটে তারা বিরোধীদের সঙ্গে থাকবে।
ক্ষমতাসীন জোট ছাড়ার দলীয় সিদ্ধান্ত উল্লেখ করে আরপিপি-র জ্যেষ্ঠ নেতা কিরণ গিরি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “প্রধানমন্ত্রী ও তার দলের দাম্ভিকতার কারণে আমাদের এ ছাড়া আর কোনো বিকল্প ছিল না।
Facebook Comments Box