পণ্যের দাম বাড়ানোর প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের আহ্বান
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেছেন, করোনার সুযোগ নিয়ে এক শ্রেণির মুনাফালোভী ব্যবসায়ী চালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়িয়ে জনজীবনে আরও সংকট নামিয়ে আনছে। দুর্যোগে পণ্যের দাম বাড়ানোর প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাসদ আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এ বিষয়ে সরকারের কোনও ভ্রুক্ষেপ নাই। মুনাফালোভী ব্যবসায়ী চালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়িয়ে জনজীবনে আরও সংকট নামিয়ে আনছে।’
খালেকুজ্জামান বলেন, ‘বাংলাদেশ নদী ও পানির দেশ। পানির প্রবাহ বন্ধ হলে দেশের অস্তিত্ব বিপন্ন হয়ে মরুভূমিতে পরিণত হয়ে যাবে। ভারত তিস্তা নদীতে বাংলাদেশের উজানে গজল ডোবায় ব্যারেজ নির্মাণ করে তিস্তার পানি অনৈতিক ও একতরফাভাবে প্রত্যাহার করায় তিস্তা মরছে। উত্তরবঙ্গের ৯টি জেলার কৃষি হুমকির মুখে। ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। ফলে উত্তরবঙ্গ আজ প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি।’
তিনি বলেন, ‘শুধু তিস্তা নয়, আন্তঃনদী সংযোগ প্রকল্পের নামে বাঁধের মালায় বাংলাদেশকে ঘিরে ফেললে তা বাংলাদেশের প্রাণ, প্রকৃতি, পরিবেশ ভয়ঙ্কর ঝুঁকিতে ফেলবে। ইতোমধ্যে ফারাক্কা বাঁধের কারণে সুন্দরবন হুমকির মুখে রয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততা এবং রাজশাহীসহ উত্তরাঞ্চলে মরুকরণ ঘটে চলছে। এতে প্রতিবছর লাখ লাখ কোটি টাকার ক্ষতি হচ্ছে বাংলাদেশের।’
















