নিউজিল্যান্ডে আবারো ভূমিকম্পের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডের উপকূলীয় এলাকা ক্রাইস্টচার্চের পশ্চিমে চার দশমিক এক মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটের দিকে চার কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে বলে জানা যায়। এর কেন্দ্রস্থল ক্রাইস্টচার্চের উত্তর-পশ্চিমের অক্সফোর্ডের ৩০ কিলোমিটার দক্ষিণে।
ভূতাত্ত্বিক বিপর্যয় পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান জিওনেটকে স্থানীয় অন্তত ৬০০ জন লোক জানিয়েছে, তাদের এলাকায় মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এ ঘটনা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
Facebook Comments Box
















