সাবত (শনিবার), ১৩ ডিসেম্বর ২০২৫

দেশীয় অস্ত্রসহ ৩ কিশোর গ্যাং গ্রেফতার

নোয়াখালী সংবাদাদাতা: সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়ন থেকে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। গত বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে সিরাজপুর সড়কের জহিরুল হক মিয়ার গ্যারেজ থেকে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার (১১ মার্চ) বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শামীমুল এহসানের নেতৃত্বে এক দল পুলিশ উপজেলার কাদির হানিফ ইউনিয়নের জহিরুল হক মিয়ার গ্যারেজে অভিযান চালায়। এ সময় একটি দেশীয় ছুরি, লোহার তৈরি একটি কাটারসহ কিশোর গ্যাং সদস্যদের গ্রেফতার করেন পুলিশ সদস্যরা। গ্রেফতার সবাই কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য ও কিশোর গ্যাং পরিচালনার লক্ষ্যে ওই স্থানে সমবেত হন বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) সাইফুল ইসলাম জানান, আটকদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে জুমুয়াবার (১১ মার্চ) বিচারিক আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

Facebook Comments Box