ইসনাইন (সোমবার), ১৫ ডিসেম্বর ২০২৫

ঢাকায় আজও তাপমাত্রা বাড়তে পারে

ঢাকায় আজও তাপমাত্রা বাড়তে পারে

নিজস্ব প্রতিবেদক  :ঢাকায় দিনের তাপমাত্রা গতকালের মতো আজও সামান্য বাড়তে পারে। রোববার (৮ নভেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় পাঁচ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২০ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় সর্ব্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে আবহাওয়া স্বাভাবিক থাকায় দেশের নদনদীর অবস্থা স্থিতিশীল রয়েছে।

Facebook Comments Box