জুমুআ (শুক্রবার), ০৭ নভেম্বর ২০২৫

ট্রেনের সামনে সেলফি, প্রাণ গেলো ২ তরুণের

রেল লাইনের সামনে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে প্রাণ গেলো ২ তরুণের। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিম বঙ্গের মির্জাপুরে। নিহত দুই যুবকের একজন হলেন বিনোদ(১৮) ও জিতেন্দ্র (২০)। ভারতের সংবাদ মাধ্যম জানায়, এই দুই তরুণ সেলফি তুলতে গিয়ে এতটাই বুঁদ হয়ে ছিলেন যে টেরই পাননি ট্রেন এসে গিয়েছে পিছনে। পিছন থেকে এসে ধাক্কা মারে ব্রক্ষ্মপুত্র মেল। মৃত্যু হয় দুজনেরই।

এক সিনিয়র রেল কর্মকর্তা জানান, রেলওয়ে ক্রসিং থেকে প্রায় ২০ মিটার দূরে ছিলেন তারা। গেটম্যান তাদের সতর্কও করেছিলেন। কিন্তু নিষেধ কানে তোলেননি তারা। ট্রেন কাছে চলে আসতেই অন্য একটি লাইনে চলে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তাতে সফল হয়নি। তার আগেই তাদের পিষে দিয়ে চলে যায় ব্রক্ষ্মপুত্র মেল।

শেষ সেলফির ইচ্ছে আর পূরণ হল না তাদের।

Facebook Comments Box