খামিছ (বৃহস্পতিবার), ২৪ অক্টোবর ২০২৪

জি-৭ নেতাদের প্রতি প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে সুনির্দিষ্ট পদক্ষেপ নিন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি বাস্তবায়নে মিয়ানমারের প্রতি চাপ প্রয়োগে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার জন্য জি-৭ নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। শনিবার কানাডার কুইবেকে জি-৭ শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে বক্তব্য দানকালে তিনি এ আহ্বান জানান। তিনি বলেছেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে জবাবদিহি ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী ঝুঁকিপূর্ণ দেশগুলোর টেকসই ব্যবস্থাপনা এবং সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের প্রতিবেশ সুরক্ষার জন্য জি-৭ দেশগুলোর সঙ্গে অংশীদারি উন্নয়নেরও আহ্বান জানান।

 

Facebook Comments Box