চরম অর্থনৈতিক দুরাবস্থায় নেতানিয়াহু বিরোধী বিক্ষোভে উত্তাল ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের তান্ডবে সরকারের অব্যবস্থাপনার প্রতিবাদে ইসরায়েলের রাস্তায় রাস্তায় বিক্ষোভ করছে হাজার হাজার জনগণ। সংবাদ সংস্থা বিবিসির খবরে জানা যায়, ইসরায়েলের তেলআবিবের রবিন স্কয়ারে কয়েক হাজার আন্দোলনকারী বিক্ষোভ সমাবেশ করে। বিক্ষোভকারীদের মধ্যে বেশিরভাগই তরুণ। এদের মধ্যে বেশিরভাগই ক্ষুদ্র ব্যবসায়ী। করোনা পরিস্থিতিতে বেকার হয়ে চরম অর্থনৈতিক দুরাবস্থায় পড়ে শেষ পর্যন্ত তারা রাস্তায় নেমেছে বলে বিক্ষোভকারীরা জানায়। তাদের দাবি, করোনাকালে অভাবগ্রস্ত নাগরিকদের সরকারঘোষিত প্রণোদনা দিতে দেরি করা হচ্ছে। সরকারি প্রকল্পের টাকা দিতে দেরি করায় তাদের দুর্ভোগ আরো বেড়েছে বলে জানায়।
শনিবার ইসরায়েলের তেল আবিবের রবিন স্কয়ারে বিক্ষোভে শামিল হওয়াদের বেশিরভাগই ছিলো তরুণ। বিক্ষোভকারীরা দেশটিতে বাড়তে থাকা বেকারত্ব নিরসনের দাবি জানায়। পাশাপাশি অভাবগ্রস্ত নাগরিকদের জন্য করোনাকালীন সরকারি বরাদ্দের অর্থ ছাড়ে বিলম্বের অভিযোগ তোলে।
এদিকে করোনার কারণে ইসরায়েলের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা চরম সংকটে রয়েছে। অনেকেই অর্থকষ্টে দিন কাটাচ্ছে। এরইমধ্যে দেশটিতে নেতানিয়াহুর জনপ্রিয়তাও কমতে শুরু করেছে।

















