জুমুআ (শুক্রবার), ২৬ সেপ্টেম্বর ২০২৫

কেরালায় নিপা ভাইরাস মৃত ১৭, আতঙ্কে বাংলাদেশ

কেরালায় নিপা ভাইরাস মৃত ১৭, আতঙ্কে বাংলাদেশ

 

ভারতের কেরালা রাজ্যে ছড়িয়ে পড়েছে নিপা ভাইরাস। পুনেতে অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অব ভাইরোলজি (এনআইভি)-এর বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন যে, এই ভাইরাস ছড়িয়ে পড়েছে ভারতের জঙ্গল থেকে। আক্রান্ত একজন রোগির গলা থেকে নমুনা সংগ্রহ করে তার পূর্ণাঙ্গ জিনোম অবমুক্ত করেছেন ওই বিজ্ঞানীরা। এরপর তারা উপসংহারে এসেছেন। দুই রকম নিপা ভাইরাস আছে। একটি হলো মালয়েশিয়ার (এনআইভিএম) এবং অন্যটি হলো ভারতের জঙ্গল।

ভাইরাস ভীষণ প্রাণঘাতী। এমন প্রাণসংহারের হার শতকরা ৬০ ভাগ থেকে ৮৫ ভাগ পর্যন্ত। কেরালায় যে ভাইরাস দেখা দিয়েছে তার জেনেটিক গঠন বিশ্লেষণ করে বিজ্ঞানীরা বলছেন, এর সঙ্গে অনেক ভাইরাসের মিল রয়েছে। এমনটা বলেছেন, এনআইভি-পুনের পরিচালক দেবেন্দ্র মৌর্য্য। প্রথমে ভারতের জঙ্গলে দেখা  দেয় নিপা ভাইরাস। এখন  প্রতিবেশী দেশ বাংলাদেশ আতঙ্কে রয়েছে  নিপা ভাইরাসের কারণে। এ মাসে এ পর্যন্ত কেরালায় এ ভাইরাসে মারা গেছেন ১৭ জন।

Facebook Comments Box