ইসনাইন (সোমবার), ১৫ ডিসেম্বর ২০২৫

এস-৪০০ নিয়ে তুরস্কের ওপর অসন্তুষ্ট পম্পেও

নিউজ ডেস্ক : আমেরিকার হুমকি ও চাপ উপেক্ষা করে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে তুরস্কের ওপর অসন্তুষ্ট হয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। গতকাল (শনিবার) তুর্কি পররাষ্ট্রমন্ত্র্রী মেভলুত চাভুসওগ্লুর সঙ্গে টেলিফোন সংলাপে তার এই অসন্তুষ্টির কথা জানান।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। গতকালের টেলিফোন সংলাপে তুরস্কের নিরাপত্তা বিষয়ক উদ্বেগ নিয়েও কথা হয়েছে।

সিরিয়াতে যেসব মিত্র দেশ আমেরিকার সঙ্গে কাজ করছে তাদের নিরাপত্তা দেয়ার দায়িত্ব রয়েছে ওয়াশিংটনের ওপর। কিন্তু তুর্কি-সিরিয়া সীমান্ত থেকে আমেরিকা আগেই পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রত্যাহার করেছে।

Facebook Comments Box