খামিছ (বৃহস্পতিবার), ২৫ এপ্রিল ২০২৪

উপজাতি সন্ত্রাসী সংগঠনের আস্তানা ভারতে থাকতে পারে: অনুপ চেটিয়া

নিউজ ডেস্ক: পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী উপজাতি সন্ত্রাসীদের সংগঠনের আস্তানা ভারতে থাকতে পারে । আসামে গুয়াহাটিতে অনুষ্ঠিত বিজিবি-বিএসএফের মহাপরিচালক (ডিজি) পর্যায়ের সম্মেলনে বিজিবি ডিজি মেজর জেনারেল সাফিনুল ইসলামের উদ্বেগের বিষয়ে উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার আলোচনাপন্থী নেতা অনুপ চেটিয়া শুক্রবার এ কথা বলেছে।

পার্বত্য তিন জেলায় যেসব উগ্রবাদী সশস্ত্র সংগঠন রয়েছে তাদের সদস্যরা সীমান্ত পেরিয়ে বাংলাদেশের চলাচল করে জানিয়ে অনুপ চেটিয়া বলেন, বিজিবি যে উদ্বেগের কথা বলেছেন, তা সঠিক তথ্যের ভিত্তিতেই হয়তো বলেছেন। তবে আমি ভারতের নাগরিক হয়ে ভারতের বিরুদ্ধে মন্তব্য করতে পারি না। তবে দীর্ঘদিন বাংলাদেশে অবস্থান এবং পার্বত্য অঞ্চলে যাতায়াতের ফলে একটা অভিজ্ঞতা আমার রয়েছে। সেই ধারণা থেকে এ কথা বললাম।

দীর্ঘ ২৮ বছর বাংলাদেশে অবস্থান করা উলফা নেতা বলেন, আমার জানামতে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদী সংগঠনের লোকজন মিজোরাম রাজ্যে আশ্রয় নিয়ে থাকতে পারে। কারণ দুই দেশের সীমান্তের এই দুর্গম পার্বত্য অঞ্চলে বসবাস করা অধিকাংশই চাকমা। তাদের সঙ্গে ভাষার মিল থাকায় আত্মিক সম্পর্কও রয়েছে।

Facebook Comments Box