জুমুআ (শুক্রবার), ২৬ এপ্রিল ২০২৪

ইয়েমেনে কুচকাওয়াজে হামলায় নিহত ৪০

ইয়েমেনে কুচকাওয়াজে হামলায় নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের বন্দর নগরী এডেনে বৃহস্পতিবার সেনাবাহিনীর কুচকাওয়াজে আত্মঘাতী হামলার ঘটনায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। স্থানীয় নিরাপত্তা বাহিনী এবং মেডিকেল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের সেনা সদস্যদের লক্ষ্য করে চালানো হামলার ঘটনার দায় স্বীকার করেছে ইয়েমেনের বিদ্রোহী হুথি গোষ্ঠী। বৃহস্পতিবার দুই স্থানে আত্মঘাতী হামলা চালানো হয়েছে। এতে বহু বেসামরিক প্রাণ হারিয়েছেন।

নিহতদের মধ্যে তিন পুলিশ কর্মকর্তা রয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। অপরদিকে ওই হামলায় আরও ২০ জন আহত হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক।

প্রথম হামলাটি চালানো হয় এডেনের দক্ষিণাঞ্চলীয় শেখ ওথমান এলাকায়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এক আত্মঘাতী স্থানীয় পুলিশ স্টেশনের কাছে গিয়ে তাদের সঙ্গে থাকা বিস্ফোরকে বিস্ফোরণ ঘটায়। সে সময় নিরাপত্তা সদস্যরা ডিউটিতে যোগ দিতে উপস্থিত হচ্ছিলেন। অপরদিকে পশ্চিমাঞ্চলীয় এডেনে আলা জালা’আ সেনা ক্যাম্পে দ্বিতীয় হামলাটি চালানো হয়।

Facebook Comments Box