জুমুআ (শুক্রবার), ০৭ নভেম্বর ২০২৫

আশুলিয়ায় ৫০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ

আশুলিয়ার একটি মাছের আড়তে অভিযান চালিয়ে প্রায় ৫০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে।

আজ (৫ ফেব্রুয়ারি) সকালে আশুলিয়ার নয়ারহাট মাছের আড়ৎ থেকে এ মাছ জব্দ করা হয়।

সাভার উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আহমেদ বাংলানিউজকে জানান, সকালে আশুলিয়ার নয়ারহাট মাছের আড়তে অভিযান চালিয়ে প্রায় ৫০ কেজি বিষাক্ত জেলি পুশ করা চিংড়ি জব্দ করা হয়। তবে এর সঙ্গে জড়িতরা আগেই পালিয়ে যায়। পরে জব্দ হওয়া চিংড়ি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কুমার ঘোষের নির্দেশনায় উপজেলা পরিষদে প্রাঙ্গণে ধ্বংস করা হয়।

Facebook Comments Box