সাবত (শনিবার), ২২ নভেম্বর ২০২৫

অস্ট্রেলিয়া থেকে বিচ্ছিন্ন সিডনি

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার সবচেয়ে বেশি জনবসতি শহর সিডনিতে কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে। করোনাভাইরাসের নতুন একটি ‘ক্লাস্টার’ বা গুচ্ছ আক্রান্ত শনাক্ত হওয়ার পর বিচ্ছিন্ন নগরীতে পরিণত হয়েছে সিডনি। দেশটির অন্য সব রাজ্য এবং অঞ্চল সিডনির বাসিন্দাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ভিক্টোরিয়া রাজ্য ইতিমধ্যে বৃহত্তর সিডনির সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে। কেউ প্রবেশ করতে হলে ১৪ দিনের কোয়ারেন্টিন মোকাবেলা করতে হবে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভিক্টোরিয়া ও কুইন্সল্যান্ড রাজ্য এবং নর্দান টেরিটোরি সোমবার থেকে সিডনি থেকে মানুষের যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

দ্বীপরাজ্য তাসমানিয়া শনিবার থেকে একই ব্যবস্থা গ্রহণ করেছ। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া নিজেদের সীমান্ত বন্ধ করে দিয়েছে।
সিডনি ছাড়া নিউ সাউথ ওয়েলস রাজ্যের অন্যান্য অঞ্চলের বাসিন্দাদের ভ্রমণের জন্য এখন বাড়তি কাগজ দেখাতে হবে। যেখানে লেখা থাকতে হবে তারা নতুন করে আক্রান্ত এলাকায় বসবাস করেন না।

Facebook Comments Box