সাবত (শনিবার), ২১ সেপ্টেম্বর ২০২৪

৯২ আরোহী নিয়ে রুশ বিমান বিধ্বস্ত

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাসেঙ্কভের বরাত দিয়ে বার্তা সংস্থা স্পুটনিক জানিয়েছে, কৃষ্ণসাগরের অবকাশযাপন কেন্দ্র সোচির উপূকল থেকে ছয় কিলোমিটার দূরে একটি মৃতদেহ পেয়েছেন উদ্ধারকর্মীরা।

রিয়া নভোস্তি জানিয়েছে, ওই এলাকার সাগরে প্রায় দেড় কিলোমিটার এলাকায় টুপোলেভ-১৫৪ উড়োজাহাজটির ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে।

একটি কেএ-৩২ হেলিকপ্টার ও সাতটি নৌযান নিয়ে সেখানে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।
বিবিসির খবরে বলা হয়, সোচি থেকে স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে উড্ডয়নের কয়েক মিনিট পর উড়োজাহাজটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

৮৩ জন যাত্রী ও নয়জন ক্রু নিয়ে উড়োজাহাজটি সিরিয়ার লাটাকিয়ায় যাচ্ছিল। আরোহীদের মধ‌্যে সামরিক বাহিনীর সদস‌্যদের পাশাপাশি সেনা বাহিনীর একটি বাদক দল ও সাংবাদিকরা ছিলেন বলে বার্তা সংস্থা তাস জানিয়েছে।

কর্মকর্তাদের বরাত দিয়ে স্পুটনিক জানিয়েছে, উড্ডয়নের সাত মিনিটের মাথায় বিমানটি বিধ্বস্ত হয়।

রুশ ফেডারেশনের কাউন্সিল কমিটি অন ডিফেন্স অ‌্যান্ড সিকিউরিটির চেয়ারম‌্যান ভিক্তর ওজেরভ নাশকতার সম্ভাবনা নাকচ করে বলেছেন, যান্ত্রিক গোলযোগের কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।

Facebook Comments Box