ইসনাইন (সোমবার), ০২ ডিসেম্বর ২০২৪

৬ অক্টোবর ৫১তম সমাবর্তন ঢাবির

আর.এফ.এন নিউজ :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তন অনুষ্ঠিত হবে চলতি বছরের ৬ অক্টোবর। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত হয়।

সমাবর্তন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সভায় একটি করে নির্বাহী কমিটি ও ব্যবস্থাপনা কমিটি এবং ২৬টি উপ-কমিটি গঠন করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশ্ববিদ্যালয়ের সিনেট-সিন্ডিকেট সদস্য, ডিন, প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকসহ অফিস প্রধানরা উপস্থিত ছিলেন। সভায় উপাচার্য আখতারুজ্জামান ৫১তম সমাবর্তন আয়োজনে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ৫১তম সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে লাইবেরিয়ার নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত লেমাহ গবায়েইকে আমন্ত্রণ জানানোর প্রস্তাব করা হয়েছে। সমাবর্তন অনুষ্ঠানে তাঁকে ডক্টর অব লজ ডিগ্রি প্রদান করারও সিদ্ধান্ত হয়েছে।

Facebook Comments Box