৬৬ যাত্রী নিয়ে রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান
ভারতের মধ্যপ্রদেশের ইন্দোর বিমানবন্দরে ৬৬ যাত্রী ও চারজন ক্রু নিয়ে অবতরণ করার সময় জেট এয়ারওয়েজের একটিন উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে পড়েছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যার এই দুঞর্ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাকবলিত উড়োজাহাজটি থেকে সব যাত্রী ও ক্রুদের নিরাপদে নামিয়ে আনার কথা এক বিবৃতিতে জানিয়েছে জেট এয়ারওয়েজ।
বিবৃতিতে বলা হয়, জেট এয়ারওয়েজের দিল্লি থেকে ইন্দোরে যাওয়া ফ্লাইট ৯ডব্লিউ-২৭৯৩ অবতরণ করার পর রানওয়ে থেকে ছিটকে পড়েছে। উড়োজাহাজের ৬৬ যাত্রী ও চার ক্রুকে নিরাপদে বিমান থেকে নামিয়ে টার্মিনাল ভবনে নেয়া হয়েছে।
সেখানে বলা হয়েছে, ঘটনার কারণ অনুসন্ধানে বিমানটি পরীক্ষা করা হচ্ছে এবং জেট এয়ারওয়েজের একটি টিম উড়োজাহাজটিকে বিমানবন্দরের টারমাকে নিয়ে যেতে কাজ শুরু করেছে।
Facebook Comments Box