৫ দফা দাবিতে হকারদের প্রতীকী অনশন

নিজস্ব প্রতিবেদক: পল্টনের চায়না টাউনের মালিককে গ্রেফতারসহ ৫ দফা দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করছে বাংলাদেশ হর্কাস ইউনিয়ন। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে নেতারা বলেন, চায়না টাউন মার্কেটের সামনে থেকে উচ্ছেদ করা হকারদের ২৪ ঘণ্টার মধ্যে পুনর্বহাল করতে হবে। সন্ত্রাসী, গডফাদার বেলালকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।
তারা আরও বলেন, শীত-গ্রীষ্ম-বর্ষা সব ঋতুতেই জনগণের প্রয়োজনীয় দ্রব্য হকাররা সস্তায় বিক্রি করে থাকেন। কিন্তু তাদের জীবন-জীবিকা প্রতিমুহূর্তেই ঝুঁকির মধ্যে থাকে। এই হকারদের সমস্যা সমাধানের জন্য বাংলাদেশ হকার্স ইউনিয়ন বিগত এক দশক ধরে হকার আইন প্রণয়নের দাবিতে ধারাবাহিক লড়াই-সংগ্রাম করছে।
সমাবেশ থেকে বলা হয়, বেলালকে গ্রেফতার করা না হলে আগামী ২৩ ফেব্রুয়ারি মতিঝিলের ডিসি অফিস ঘেরাও করা হবে।
সমাবেশ শেষে হকারদের একটি বিক্ষোভ মিছিল পল্টনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।