আরবিয়া (বুধবার), ২৩ এপ্রিল ২০২৫

৪ শতাধিক শরণার্থী নিয়ে ভূমধ্যসাগরে নৌকা ডুবি

ভূউরোপে যাওয়ার পথে ৪ শতাধিক শরণার্থী বহনকারী চারটি নৌকা ভূমধ্যসাগরে ডুবে গেছে। সোমালিয়ার একজন রাষ্ট্রদূতের বরাত দিয়ে দ্য ইন্ডিপেনডেন্ট এক প্রতিবেদনে সোমবার এ তথ্য জানিয়েছে।

সোমালি রাষ্ট্রদূত বলেন, ‘শত শত শরণার্থী বহনকারী চারটি নৌকা মিসর থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ডুবে গেছে। নৌকাতে সোমালিয়া, ইথিওপিয়া ও ইরিত্রিয়ার শরণার্থীরা ছিলেন।’

ভয়াবহ এই দুর্ঘটনার পরে প্রাথমিকভাবে ২৯ জনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া শরণার্থীদের বহনকারী ওই নৌকাগুলোতে জীবন রক্ষাকারী সরঞ্জাম ছিল না।

আন্তর্জাতিক দাতব্য সংস্থা মেডিসিনস সানস ফ্রন্টিয়ারস (এমএসএফ) ওই দুর্ঘটনার পর এক টুইট বার্তায় বলছে, ২০১৬ সালে ভূমধ্যসাগর ‘গণকবরে’ পরিণত হয়েছে।

ইতালির প্রেসিডেন্ট সের্গিও ম্যাটারেল্যা এ দুর্ঘটনায় কয়েকশ মানুষের প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেছেন।

তিনি বলেন, ইউরোপ আরেকটি ট্রাজেডির মুখোমুখি হয়েছে, মনে হচ্ছে কয়েকশ মানুষ নিহত হয়েছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বলছে, গত সপ্তাহে লিবিয়া থেকে সাগরপথে ইতালিতে অন্তত ৬ হাজার শরণার্থী পাড়ি দিয়েছে।

Facebook Comments Box