জুমুআ (শুক্রবার), ০৭ ফেব্রুয়ারি ২০২৫

৪০ ডিগ্রি তাপদাহে বিপর্যস্ত জনজীবন

সারাদেশে শুরু হয়েছে অসহনীয় তাপদাহ। মঙ্গলবার শুরু হওয়া তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এরইমধ্যে তাপমাত্রা উঠে গেছে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে। বৃহস্পতিবার পর্যন্ত এই তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে বিরাজ করবে।

তবে বাতাসে অতিরিক্ত আদ্রতার কারণে গরম অনুভূত হবে আরো বেশি। মঙ্গলবার রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় বাতাসে ৮৪ শতাংশ আদ্রতা রেকর্ড কর‍া হয়েছে। বাতাসের গতি ১০ থেকে ১৬ কিলোমিটার। বইছে দক্ষিণ, দক্ষিণ-পশ্চিম দিক থেকে।বৃহস্পতিবার বিকেল ও পরদিন শুক্রবার বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টি হলেও তাতে গরম কমার সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে অ্যাকুওয়েদার। আর বৃষ্টি হলেও তা ২ মিলিমিটারের নিচেই থাকবে।

শনি ও রবি বার তাপমাত্রা আরো বেড়ে ৪১ ডিগ্রিতে পৌছে যাবে। তবে পরদিন ২৫ এপ্রিল থেকে তাপমাত্রা কমতে থাকবে। ৫ মে পর্যন্ত ৩০ থেকে ৩২ ডিগ্রিতে উঠানামা করবে তাপমাত্রা।

গত কয়েক দিন ধরেই রাজধানী ঢাকাসহ সারাদেশে বিরাজ করছে অসহনীয় গরম। কিন্তু মঙ্গলবার শুরু হওয়া তাপপ্রবাহ হাঁসফাঁস করছে মানুষ। বেড়ে গেছে গরমজনিত ও পানিবাহিত রোগ। বিশেষ করে শ্বাসকষ্টের রোগীরা পড়েছেন অবর্ণনীয় বিড়ম্বনায়।

Facebook Comments Box