খামিছ (বৃহস্পতিবার), ০৫ ডিসেম্বর ২০২৪

৩ দিনের সফরে জার্মানি যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: তিন দিনের সফরে আগামী ১৪ ফেব্রুয়ারি জার্মানি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের আমন্ত্রণে তিনি মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দেবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাায়িত্বশীল কর্মকর্তা।

চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর হতে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, জার্মানি থেকে ফেরার পথে এক সামরিক প্রদর্শনীতে যোগদান করবেন প্রধানমন্ত্রী এবং দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দিতে আগামী ১৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত সফর করবেন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসাবে থাকবেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে এম আবদুল মোমেন। তিনি বলেন, জার্মানি সফরে সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের সঙ্গে শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা রয়েছে।

এদিকে শেখ হাসিনার আসন্ন জার্মানি সফরকে ঘিরে বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মানি শাখা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মানি শাখার সভাপতি ইউনুস আলী খান ফাউন্ডেশনের সকল সদস্যকে মিউনিখে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাবেন।

Facebook Comments Box