২ মেয়েকে ২০ হাজার টাকার নিলামে তুললেন বাবা!
প্রবাদ আছে, অভাবে স্বভাব নষ্ট। তাই বলে অভাবের কারণে নিজের সন্তানদের নিলামে উঠাবেন বাবা! তাও আবার মাত্র ২০ হাজার টাকা। হ্যাঁ, এমনই একটি ঘটনা ঘটেছে ভারতের তেলেঙ্গানার মেহবুবনগরে। গত সোমবার মেহবুবনগরে রেল স্টেশনে ছয় বছরের মেয়ে গীতাঞ্জলী ও চার মাসের মেয়ে ভাগ্যলক্ষীকে রাস্তায় বসে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রির চেষ্টা করেছেন মল্লেশ নামের এক ব্যক্তি। জানা গেছে, অভাবের জেরে প্রায়ই স্ত্রী নরসম্মার সঙ্গে ঝগড়া লেগে থাকে মল্লেশের। সোমবারও ঝগড়া হয় দুজনের। নরসম্মা কাজের বেরিয়ে গেলে রাগে দুই মেয়েকে নিয়ে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসের কাছে রেলওয়ে স্টেশন রোডে চলে আসে মল্লেশ। রাস্তায় বসে দর হাঁকতে থাকে দুই মেয়ের। মাত্র ২০ হাজার টাকা দিয়ে নিজের বোঝা নিয়ে যেতে বলেন। এরপর ঘটনাটি লক্ষ্য করে পথচারীরা পুলিশে খবর দিলে পুলিশ এসে মল্লেশকে গ্রেফতার করে এবং ওই শিশুদের বিহারের সেভহোমে রাখার ব্যবস্থা করা হয়।
সূত্র: সংবাদ প্রতিদিন