২ ঘণ্টায় ১২৭ কোটি টাকা লেনদেন ডিএসইতে
আর.এফ.এন নিউজ :
২ ঘণ্টায় ১২৭ কোটি টাকা লেনদেন ডিএসইতে
সপ্তাহের শেষ দিন প্রথম দুই ঘণ্টায় পুঁজিবাজারে মূল্য সূচক কমেছে।
বৃহস্পতিবার দেশের দুই পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরও কমেছে।
এদিন বেলা ১২টা ৫১ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১২৭ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬২টির, কমেছে ১৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টির।
ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭৯৭ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ দশমিক ০৫ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৬৬ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১০ দশকি ৩৯ পয়েন্ট কমে নেমেছে ২ হাজার ১৩৩ পয়েন্টে।
অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এই সময়ে ৪ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৯৪৪ পয়েন্টে।
এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৫৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৩২টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।