সাবত (শনিবার), ২১ সেপ্টেম্বর ২০২৪

২৪ ঘণ্টায়ও নেভেনি মোংলায় লাগেজ কারখানার আগুন

নিউজ ডেস্ক: ২৪ ঘণ্টা পরও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি মোংলা ইপিজেডের ভিআইপি লাগেজ কারখানায় লাগা আগুন।

বুধবার (১ ফেব্রুয়ারি) দিনভর চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও পুরোপুরি নেভাতে পারেনি ফায়ার সার্ভিসের সদস্যরা। এর আগে মঙ্গলবার বিকেল ৩টার দিকে ওই ফ্যাক্টরিতে আগুন লাগে।

খুলনা ফায়ার সার্ভিসের উপ পরিচালক মামুন মাহমুদ জানান, মঙ্গলবার বিকেলে লাগা আগুন রাতে নিয়ন্ত্রণে আসলেও এখনও স্ফুলিঙ্গ দেখা যাচ্ছে। তাই সেখানে এখনও ৬টি পাম্প দিয়ে আগুন পুরোপুরি নেভানো ও ডাম্পিংয়ের কাজ চলছে। কিছুক্ষণের মধ্যে এ আগুন পুরোপুরি নেভানো সম্ভব হবে।

Facebook Comments Box