ছুলাছা (মঙ্গলবার), ১৪ জানুয়ারি ২০২৫

২০ হাজার লিটার ভোজ্যতেল উৎপাদন করছে নওগাঁ বিসিক

নিজস্ব প্রতিবেদক: লকডাউন পরিস্থিতির মধ্যেও মধ্যেও নওগাঁ বিসিক শিল্পনগরীতে স্থাপিত চারটি অটো অয়েল মিল চালু রয়েছে। এগুলোতে পুরোদমে উৎপাদন অব্যাহত রয়েছে। এসব মিলে দৈনিক ২০ হাজার লিটার ভোজ্য তেল ও ৩৬ হাজার কেজি খৈল উৎপাদন করা হচ্ছে। মানসম্মত এই ভোজ্য তেল দেশের বিভিন্ন এলাকায় বিপণনের পাশাপাশি রপ্তানিও হচ্ছে। এছাড়া, মিলগুলোতে উৎপাদিত খৈল স্থানীয় পর্যায়ে পশু খাদ্যের চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

শিল্পনগরী কর্মকর্তা আনোয়ারুল আজিম জানান, ২৪ ঘণ্টাই অটো অয়েল মিলগুলো তাদের উৎপাদন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। লকডাউনের সময় বাজারে সাপ্লাই চেইন স্বাভাবিক রাখতে এসব কারখানার অবদান প্রশংসা করার মতো। পাশাপাশি উৎপাদিত তেল ও খৈল স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে এমনকি বিদেশেও রপ্তানি হচ্ছে।

Facebook Comments Box