জুমুআ (শুক্রবার), ২০ সেপ্টেম্বর ২০২৪

২০১৮-১৯ অর্থবছরের ১ লাখ ৭৩ হাজার কোটি টাকা অনুমোদন ১৪৫২টি প্রকল্পে

আর.এফ .এন নিউজ :

বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) আগামী ২০১৮-১৯ অর্থবছরের ১ লাখ ৭৩ হাজার কোটি টাকা অনুমোদন দেয়া হয়েছে। এছাড়াও স্বায়ত্তশাসিত সংস্থার নিজস্ব অর্থায়নে ৭ হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৃহস্পতিবার (১০ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে এটি অনুমোদন দেয়া হয়।

অনুমোদিত এডিপিতে ১৪৫২টি প্রকল্প রাখা হয়েছে। এর মধ্যে বিনিয়োগ প্রকল্পের সংখ্যা ১২২৭টি, কারিগরি ১১৭ ও জেডিসিএফ দুটি প্রকল্প রয়েছে। এর বাইরে স্বায়ত্তশাসিত প্রকল্পের সংখ্যা ১০৫টি সভাশেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান।

মন্ত্রী জানান, অনুমোদিত এডিপিতে বৈদেশিক সহায়তা থেকে সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬০ হাজার কোটি টাকা। বাকি ১ লাখ ১৩ হাজার কোটি টাকা জোগান দেয়া হবে সরকারের (জিওবি) নিজস্ব খাত থেকে।

আগামী ২০১৮-১৯ অর্থবছরে মোট বরাদ্দ থেকে এডিপিতে অগ্রাধিকার পাবে এসব মেগাপ্রকল্প। ১০টি মেগাপ্রকল্পে অগ্রাধিকার দিতে গিয়ে স্থানীয় সরকার, বিদ্যুৎ বিভাগ, পরিবহন, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি, রেল, সেতু, স্বাস্থ্য, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা, পানিসম্পদ মন্ত্রণালয়ে ১ লাখ ২৮ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ থাকবে, যা মোট এডিপির ৭৪ দশমিক শূন্য ৫ শতাংশ।

Facebook Comments Box