জুমুআ (শুক্রবার), ২০ সেপ্টেম্বর ২০২৪

১৭ ফেব্রুয়ারি আমিরাতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক: ১৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত দেশটির রাজধানী আবুধাবিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

১৯ তারিখ তিনি দেশে ফিরবেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রীর সফরসূচি নিয়ে বাংলাদেশ দূতাবাসকে জিজ্ঞেস করা হলে তারা এখনো সপলৈসূচি পান নি বলে জানিয়েছেন। তবে এর আগে প্রধানমন্ত্রীর সফরের আনুষ্ঠানিকতা তত্ত্বাবধান করতে ইউ এ ইতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান ঢাকা গিয়েছিলেন বলে জানা গেছে।

সফরকালে প্রধানমন্ত্রী আমিরাতের রাজধানী আবুধাবিতে ১৭ ফেব্রূয়ারি হতে ৫ দিন ব্যাপি অনুষ্ঠিতব্য মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের একমাত্র সামরিক প্রদর্শনী ও কনফারেন্স ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সিবিশান( IDEX) এ অন্যান্য দেশের সরকার প্রধানদের সঙ্গে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

বিগত ২০১৭ সালে অনুষ্ঠিত এ দ্বিবার্ষিক প্রদর্শনীতে ৫৭ টি দেশ অংশগ্রহণ করে এবং এতে ২০ বিলিয়ন দিরহামের সমরাস্ত্র সরবরাহ চুক্তি স্বাক্ষর হয়।

এবার আইডেক্স এর সিল্ভার জুবিলি এবং এতে আরো বেশি সংখ্যক দেশ, সরকার প্রধান, সামরিক বিশেষজ্ঞ ও সমরাস্ত্র নির্মাতা কোম্পানী অংশ নেবে বলে আশা করা হচ্ছে।

আমিরাত সফরকালে প্রধানমন্ত্রী সাইডলাইনে ইউএই কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশিদের ভিসা সমস্যাসহ নানা দ্বিপাক্ষিক সমস্যা নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। ইউএই বাংলাদেশের নবনির্বাচিত সরকারকে সমর্থন দানকারী প্রথম সারির দেশ।

এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রেমিটেন্স প্রেরণকারী দেশ। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বইছে আনন্দ উত্তেজনা।

তারা আশা করছেন এ সফরকে ঘিরে ২০১২ সালের মধ্য অগাস্ট থেকে আমিরাতে বন্ধ থাকা ভিসার দুয়ার খোলার পথ সুগম হবে। তা না হলেও বাংলাদেশিদের জন্য অন্তত: আভ্যন্তরীন ভিসা ট্রান্সফার স্থায়ীভাবে খুলে দিলে প্রবাসীদের মধ্যে কিছুটা স্বস্তি আসবে।

Facebook Comments Box