খামিছ (বৃহস্পতিবার), ০৫ ডিসেম্বর ২০২৪

১০ শতাংশের বেশি কর্মী ছাঁটাই করবে ইয়াহু

প্রযুক্তি বাজারে সময়টা ভালো যাচ্ছে না ইয়াহুর। নানা চেষ্টা করেও মুনাফার নাগাল পাচ্ছে না প্রতিষ্ঠানটি। এবার তাই এই মার্কিন প্রতিষ্ঠান কর্মী ছাঁটাইয়ের চিন্তাভাবনা করছে। পরিচালন ব্যয় কমাতে মারিসা মেয়ারের কাঁধে থাকা প্রতিষ্ঠানটি ১০ শতাংশের বেশি কর্মী ছাঁটাই করতে পারে বলে জানিয়েছে বিজনেস ইনসাইডার।

ইয়াহুর সাম্প্রতিক সকল পদক্ষেপই ব্যর্থ হয়েছে। সফলতা না পাওয়ায় প্রতিষ্ঠানটির মূল ইন্টারনেট ব্যবসাই বিক্রি করে দেয়ার পরিকল্পনা হাতে নেয় কর্তৃপক্ষ। কিন্তু সেই পদক্ষেপও আপাতত বন্ধ রাখা হয়েছে। এর পরিবর্তে প্রতিষ্ঠানটির মিডিয়া ব্যবসা, ইউরোপের কার্যক্রম এবং প্লাটফর্ম টেকনোলোজি বন্ধের চিন্তাভাবনা চলছে। এতে এই বিভাগগুলোর কর্মীরা ছাঁটাই হতে পারেন।

এ ব্যাপারে ইয়াহুর মুখপাত্র রেবেকা নিউফেল্ড জানান, চলতি মাস শেষে চতুর্থ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে। এরপর কর্মী ছাঁটাই করা হবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। ওই সময় ঘুরে দাঁড়ানোর মতো পদক্ষেপও নেয়া হবে। টাইমস অব ইন্ডিয়া।

Facebook Comments Box