খামিছ (বৃহস্পতিবার), ০৫ ডিসেম্বর ২০২৪

‘হিজাব না খুললে চাকরি হবে না’

আরএফএন ডেস্কঃ ‘হিজাব না খুললে চাকরি হবে না। আবেদন করে লাভ নেই’- চাকরি চাইতে গিয়ে এমন কথাই শুনতে হলো নিউজিল্যান্ডের এক মুসলিম তরুণীকে। এরপর থেকে তিনি প্রচণ্ড মানসিক অবসাদে ভুগছেন বলে জানিয়েছেন মোনা আফ্রিদি নামে ২৫ বছরের ওই তরুণী।

নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরে স্টিউয়ার্ড ডনসন্স নামে একটি গয়নার দোকানে সেলস অ্যাসিসটেন্টের চাকরি চেয়ে আবেদন করেছিলেন কম্পিউটার সিস্টেম ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমাধারী মোনা আফ্রিদি। তবে সেই দোকানের ম্যানেজার জানিয়ে দেন, চাকরি পেতে হলে হিজাব খুলতে হবে। হিজাব না খুললে চাকরি আবেদন করে শুধুই সময় নষ্ট হবে।

২০০৮ সালে কুয়েত থেকে নিউজিল্যান্ড গিয়ে বসবাস শুরু করে আফ্রিদির পরিবার। তিনি যেকোনো কাজ করতে রাজি আছেন বলে জানিয়েছেন। তার দাবি, শুধু তার পরিচয়, তার ধর্ম ও তার সংস্কৃতিকে সম্মান জানাতে হবে।

কিন্তু তার এই চাহিদা পূরণে রাজি নয় চাকরিদাতা প্রতিষ্ঠান। স্টিউয়ার্ট ডনসন্স গ্রুপের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা কেভিন টার্নার অবশ্য জানিয়েছেন, যে ম্যানেজার আফ্রিদিকে এ কথা বলেছেন, সেটা তার ব্যক্তিগত বক্তব্য। কর্তৃপক্ষ এই বক্তব্যের সঙ্গে একমত নয়।

Facebook Comments Box