হামলা চালানোর ক্ষমতা সিরিয়ার আছে: ইসরাইলি জেনারেল
আন্তর্জাতিক ডেস্ক: দামেস্কে নিক্ষেপ করার বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দিয়েছে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা
ইহুদিবাদী ইসরাইলি সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত জেনারেল সিরিয়ার সামরিক শক্তির প্রশংসা করেছেন। সিরিয়ার রাজধানী দামেস্কে সাম্প্রতিক ইসরাইলি হামলার জবাবে তেল আবিবে পাল্টা আঘাত হানা হবে বলে দামেস্ক হুমকি দেয়ার পর জেনারেল জ্যাক আমিডোর এ মন্তব্য করেন।
ইসরাইলের ৭ নম্বর টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তেল আবিবের বিমানবন্দরে হামলা চালানোর সিরীয় হুমকি প্রসঙ্গে বলেন, এই হুমকি বাস্তবায়নের সক্ষমতা সিরিয়ার সেনাবাহিনীর রয়েছে।
জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার স্থায়ী প্রতিনিধি বাশার জাফারি সম্প্রতি হুমকি দিয়েছেন, ইসরাইল যদি আবার দামেস্কে হামলা চালায় তাহলে সিরিয়া তেল আবিব আন্তর্জাতিক বিমানবন্দরে আঘাত হানবে।
ইহুদিবাদী জঙ্গিবিমানগুলো গত সোমবার ভোররাতে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অবশ্য বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দিয়েছে।
ইহুদিবাদী ইসরাইল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে শুধুমাত্র ২০১৯ সালের গত এক মাসেরও কম সময়ে কুদস দখলদার ইসরাইল সিরিয়ায় তিনদফা আগ্রাসন চালিয়েছে।
সূএ: পার্সটুডে