হামলার কলঙ্ক মুসলমানদের ওপর চাপাবেন না
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে জঙ্গি হামলার কলঙ্কের দায় মুসলমানদের ওপর না চাপানোর আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তাঁর অভিমত, ওই হামলার জন্য সব মুসলমানকে কলঙ্কিত করা হলে মৌলবাদবিরোধী যুদ্ধে উল্টো ফল আসতে পারে। গণমাধ্যমের উদ্দেশে সাপ্তাহিক ভাষণে গতকাল শনিবার ওবামা ব্রাসেলস হামলার পরিপ্রেক্ষিতে মুসলমানদের বিবেচনা না করার আহ্বান জানান। গত মঙ্গলবার ব্রাসেলসের বিমানবন্দর ও মেট্রো স্টেশনে তিনটি আত্মঘাতী বোমা হামলায় ৩১ জন নিহত ও ৩০০ জন আহত হয়। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প তাঁর দেশে মুসলমানদের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারির দাবি জানান। এমন দাবি তিনি আগেও কয়েকবার করেছেন। এ ছাড়া মনোনয়নপ্রত্যাশী অন্য রিপাবলিকান টেড ক্রুজ মুসলমানদের ওপর পুলিশ প্রহরা ও নিরাপত্তা জোরদারের দাবি জানান। এসবের পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট ওবামা তাঁর সাপ্তাহিক ভাষণে এসব কথা বলেন। ভাষণে ওবামা বলেন, ‘সহিংস জিহাদে লিপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে এ জাতির (যুক্তরাষ্ট্রের) যুদ্ধে মুসলিম-আমেরিকানরা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার। আর এ জন্যই মুসলিম-আমেরিকান, আমাদের দেশে তাদের বিশাল অবদান এবং আমাদের নিজস্ব জীবনযাপন পদ্ধতিকে কলঙ্কিত করার যেকোনো চেষ্টা প্রত্যাখ্যান করতে হবে। ওই সব করা হলে উল্টো ফল হতে পারে।’ সূত্র : এএফপি।