স্বর্ণের আইসক্রিম: দাম মাত্র ৬০ হাজার!
নিউজ ডেস্ক: আইসক্রিম পছন্দ করেন না, এমন মানুষ কমই পাওয়া যাবে। বিশ্বের প্রায় সব দেশের আইসক্রিমের কদর রয়েছে।
আর গরমে সেই কদর বাড়ে বহুগুন। নানা আইসক্রিমের স্বাদ আমরা নিয়ে থাকি। কিন্তু সবচেয়ে দামি আইসক্রিমের স্বাদ নিতে চান? চাইলে মাত্র ৬০ হাজার টাকা গুনতে হবে একটি আইসক্রিমের জন্য। আর এটি খেতে যেতে হবে দুবাইয়ে।
দুবাইয়ের স্কুপি ক্যাফে ২৩ ক্যারেট সোনা দিয়ে তৈরি করে বিশেষ এই আইসক্রিম। যেটি কিনা বিশ্বের অন্যতম দামি মিষ্টির মধ্যে একটি।
নেটদুনিয়ায় এই আইসক্রিমের ছবিই বেশ জনপ্রিয় হয়েছে। কী রয়েছে এই আইসক্রিমে?
এতে রয়েছে মাদাগাস্কারের বিখ্যাত ভ্যানিলা আর ওপরে ছড়িয়ে দেওয়া হয় ২৩ ক্যারেট সোনার ফ্লেক্স।