জুমুআ (শুক্রবার), ০৪ অক্টোবর ২০২৪

সৌদি সফরে নরেন্দ্র মোদি

বেলজিয়াম এবং ওয়াশিংটন সফর সেরে সৌদি আরব গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবারে রিয়াদে পৌঁছান তিনি। আন্তর্জাতিক সন্ত্রাস মোকাবিলা ছাড়াও ভারত-সৌদি আরব দ্বিপক্ষীয় চুক্তি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। রিয়াদ বিমানবন্দরে তাকে স্বাগত জানান রিয়াদের গভর্নর প্রিন্স ফয়সাল বিন বন্দর আল সৌদ।
সফরকালে মোদি বাদশাহ সালমান, ক্রাউন প্রিন্স ও স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন নায়েফ ও ডেপুটি ক্রাউন প্রিন্স ও প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন বলে কথা রয়েছে।

Facebook Comments Box