সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ১ বাংলাদেশি নিহত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ ইউসুফ (৫৫ ) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তার বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার পূর্ব দরবারপুর গ্রামে।
গতকাল (২৯ মার্চ) বিকেলে গাড়িযোগে মধ্যাঞ্চলীয় আল কাছিম শহর থেকে দুবাদমি শহরে যাওয়ার পথে এ দুর্ঘটনার কবলে পড়েন ইউসুফ।
তিনি পূর্ব দরবারপুর গ্রামের মজুমদার বাড়ির মৃত আব্দুল মতিনের ছেলে। নিহত ইউসুফের দুই ছেলে রয়েছে। পাসপোর্টে তার নাম ছিল জাকির সর্দার। তিনি রিয়াদের একটি কোম্পানিতে কাজ করতেন।
এ ঘটনায় আহত অপর বাংলাদেশির নাম মাসুম। তার বাড়ি গাজীপুরে। তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায় ইউসুফ দীর্ঘ ১৮ বছর ধরে সৌদি আরবে অবস্থান করছেন। মরদেহটি বাংলাদেশে নিয়ে আশার জন্য বিভিন্ন প্রক্রিয়া করছের নিহতের স্বজনরা।
Facebook Comments Box