সুন্দরবন থেকে দুটি হরিণের চামড়া উদ্ধার

সুন্দরবন থেকে অবৈধভাবে শিকার করা দুটি হরিণের চামড়া উদ্ধার করেছে কোস্টগার্ডের সদস্যরা।
গতকাল রাতে কোস্টগার্ডের পশ্চিম জোনের সদস্যরা সুন্দরবনের কালাবগি ও সাতবাড়িয়া খাল এলাকায় অভিযান চালিয়ে এ সব উদ্ধার করে। তবে তারা কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
মংলাস্থ কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, চোরা শিকারিরা সুন্দরবন থেকে বিরল প্রজাতির দুটি হরিণ শিকার করে তার চামড়া পাচারের জন্য লোকালয়ে নিয়ে আসছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের কালাবগি খাল এলাকায় অভিযান চালানো হয়। শিকারিরা কোস্টগার্ডের সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
পরে কোস্টগার্ডের সদস্যরা সেখানে তল্লাশি চালিয়ে দুটি হরিণের চামড়া ও একটি মাথা উদ্ধার করে। একই সময়ে কোস্টগার্ডের আরেকটি দল সাতবাড়িয়া খাল এলাকায় অভিযান চালিয়ে আহরণ নিষিদ্ধ ৫০০ কেজি কাঁকড়া ও বাগদা চিংড়ির পোনা উদ্ধার করে।
উদ্ধার হওয়া চামড়া বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে এবং কাঁকড়া ও বাগদার পোনা নদীতে অবমুক্ত করা হয়েছে।