ইসনাইন (সোমবার), ০২ ডিসেম্বর ২০২৪

সুনির্দিষ্ট মামলায় শফিক রেহমান গ্রেপ্তার’

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সাংবাদিক শফিক রেহমানকে সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার করা হয়েছে। রোববার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জেলা রেজিস্ট্রারদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, এটা এখন একটি তদন্তাধীন বিষয়। তদন্তে যদি তিনি দোষী প্রমাণিত হন তাহলে তিনি শাস্তি পাবেন। আর যদি নির্দোষ প্রমাণিত হন তাহলে তিনি মুক্তি পাবেন। পল্টন থানায় ২০১৫ সালে দায়ের হওয়া একটি মামলায় গতকাল সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।

ডিবির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার মামলায় শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবির উপকমিশনার মাসরুকুর রহমান খালেদ জানান, জয়ের ওপর যুক্তরাষ্ট্রে হামলার বিষয়ে মোহাম্মদউল্লাহ মামুন নামে একজনকে আসামি ও অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা হয়েছিল। ডিবি পুলিশ মামলাটির তদন্ত করে। তদন্তে যুক্তরাষ্ট্রের ওই হামলার ঘটনায় শফিক রেহমানের সম্পৃক্ততা পাওয়ায় তাকে আসামির তালিকাভুক্ত করে গ্রেপ্তার করা হয়েছে।

Facebook Comments Box