ছুলাছা (মঙ্গলবার), ১৪ জানুয়ারি ২০২৫

সীমিতভাবে পশ্চিমাঞ্চলে ট্রেন চালুর প্রস্তুতি

রাজশাহী সংবাদদাতা: সীমিত আকারে পশ্চিমাঞ্চলে ট্রেন চালুর প্রস্তুতি নেয়া হয়েছে। এ নিয়ে স্টেশনে প্রস্তুতি চলছে। তবে ট্রেন ছাড়তে মানতে হবে ১৯ দফা নির্দেশনা বলে জানিয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ে।

গতকাল বুধবার পশ্চিমাঞ্চল রেলওয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। গত ২৫ মার্চ থেকে সারাদেশের সঙ্গে পশ্চিমাঞ্চল রেলওয়ে ট্রেন চলাচল বন্ধ রেখেছে। তবে ঈদের পর সীমিত আকারে পশ্চিমাঞ্চলে ট্রেন চালু হতে পারে।
তিনি জানান, পশ্চিামাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার মিহির কান্তি গুহ এমন একটি চিঠি গত ৯ মে সংশ্লিষ্ট সববিভাগীয় প্রধানের কাছে পাঠিয়েছেন। এর অনুলিপি রেলওয়ের মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে।

Facebook Comments Box