সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ২৭ পিস স্বর্ণের বার উদ্ধার
সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ২৭ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে, এ সময় কোনো চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি।
আজ (৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্ত সংলগ্ন রাস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মোস্তাফিজুর রহমান জানান, স্বর্ণের একটি চালান ভারতে পাচার করা হচ্ছে-এমন খবর পেয়ে তলুইগাছা ক্যাম্পের বিজিবি সদস্যরা সীমান্তে সতর্ক অবস্থান নেয়। টের পেয়ে চোরাকারবারীরা স্বর্ণের বারগুলো রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে সেগুলো উদ্ধার করা হয়।