জুমুআ (শুক্রবার), ০৪ অক্টোবর ২০২৪

সিরিয়ায় রুশ বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০০

সিরিয়ার ইদলিবে রুশ বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।

সোমবার (১১ জানুয়ারি) সিরীয় সিভিল ডিফেন্সের বরাত দিয়ে এ খবর জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।

সিরিয়ান অবজারভেটোরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইদলিব প্রদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি সংগঠন আল নুসরা ফ্রন্টের কারাগার হিসেবে ব্যবহৃত একটি ভবনে রুশ জঙ্গি বিমান থেকে হামলা চালানো হয়।

Facebook Comments Box