আরবিয়া (বুধবার), ২৩ এপ্রিল ২০২৫

সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিত চেয়ে রিট

হাইর্কোট প্রতিবেদক:সীমানা নির্ধারণ না করে ঢাকা উত্তর সিটির মেয়র পদে উপনির্বাচন এবং দুই সিটি করপোরেশনের ৪৮টি ওয়ার্ডে নির্বাচনের ঘোষিত তফসিল স্থগিত চেয়ে রিট দায়ের করা হয়েছে। আজ বুধবার হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ রিটটি দায়ের করেন।

রিটে ঘোষিত তফসিল স্থগিতের পাশাপাশি সীমানা নির্ধারণ সম্পন্ন না করে তফসিল ঘোষণাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে।

রিটকারী আইনজীবী জানান, সীমানা নির্ধারণ না করে দুই সিটির ৩৬টি ওয়ার্ড এবং সংরক্ষিত ১২টি ওয়ার্ডের নির্বাচনের তফসিল ঘোষণা করায় এই রিট দায়ের করা হয়েছে। এতে বিবাদী করা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, স্থানীয় সরকার সচিব, বিভাগীয় রিটার্নিং কর্মকর্তা ও দুই সিটির মেয়রকে।

Facebook Comments Box