সাবত (শনিবার), ২১ সেপ্টেম্বর ২০২৪

সিআইয়ের কাছে তথ্য পাচারের দায়ে ইরানির মৃত্যুদণ্ড

মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হলো এটিএম আজহারকে

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইয়ের হয়ে কাজ করায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের শাস্তি দিয়েছে ইরান।

দেশটির বিচার বিভাগীয় মুখপাত্র গোলাম হোসেন ইসমাইলি মঙ্গলবার বলেন, ইসলামি প্রজাতন্ত্রটির পরমাণু কর্মসূচি নিয়ে তথ্য পাচারের চেষ্টা করায় তাকে এই শাস্তি দেয়া হয়েছে। -খবর রয়টার্সের

তিনি বলেন, আমির রহিমপুর নামের ওই ব্যক্তি সিআইয়ের গুপ্তচর। মার্কিন গোয়েন্দাদের কাছে ইরানের পরমাণু কর্মসূচির বর্তমান অবস্থা নিয়ে তথ্য পাচারের চেষ্টা করেছিলেন তিনি। তাকে মৃত্যুদণ্ডের শাস্তি দেয়া হয়েছে।

ইরানের এই কর্মকর্তা বলেন, সুপ্রিম কোর্ট তার মৃত্যুদণ্ডের শাস্তি বহাল রেখেছেন। শিগগিরই তা কার্যকর করা হবে।

এছাড়াও ইরানের একটি দাতব্য সংস্থায় কাজ করা দুই ব্যক্তিকে একই অভিযোগে কারাদণ্ড দিয়েছে ইরান। ইসমাইলি বলেন, একটি সংস্থা ও একটি দাতব্য প্রতিষ্ঠানের দুই ব্যক্তি গোপনে সিআইএর হয়ে কাজ করতেন। তাদের শনাক্ত ও বিচারের পর ১০ বছর করে গুপ্তচরবৃত্তির জন্য ও পাঁচ বছর করে জাতীয় নিরাপত্তা বিরুদ্ধে কাজ করার জন্য শাস্তি দেয়া হয়েছে।

তবে বিচার এখনো শেষ না হওয়ায় ওই দুই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। বিচার বিভাগীয় ওয়েবসাইটে লাইভ দেখানো এক ভিডিওতে এসব তথ্য দিয়েছেন গোলাম হোসেন ইসমাইলি।

Facebook Comments Box