সাড়ে তিন হাজার কর্মী ছাঁটাই করবে এএনএ
আন্তর্জাতিক ডেস্ক: করোনার কারণে ভ্রমণ খাতের অচলাবস্থায় নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় বার্ষিক লোকসানে পড়ার আশঙ্কায় রয়েছে অল নিপ্পন এয়ারওয়েজ (এএনএ)। এ অবস্থায় এয়ারলাইনারটির পরিচালনাকারী প্রতিষ্ঠান এএনএ হোল্ডিংস ইনকরপোরেশন ব্যয়সংকোচনের সিদ্ধান্ত নিয়েছে। আর এ লক্ষ্যে প্রায় সাড়ে তিন হাজার কর্মী ছাঁটাই করবে তারা। মঙ্গলবার ঘোষণা দেয় এএনএ ভ্রমণ ও আকাশসেবা খাতে যে মন্দা ভাব তৈরি হয়েছে, তা হয়তো সহসাই দূর হবে না। এ কারণে কোম্পানিটি ফিক্সড কস্ট কমিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে।
গত বছর পর্যন্ত এএনএ গ্রুপের মোট কর্মী সংখ্যা ছিল ৪৩ হাজার ৫০০। ২০২৩ সালের মার্চের মধ্যে পরিকল্পনা অনুযায়ী কর্মী ছাঁটাই প্রক্রিয়া সম্পন্ন করতে চায় কোম্পানিটি।
আগামী মার্চ পর্যন্ত চলতি অর্থবছরে প্রায় ৫০ হাজার কোটি ইয়েন (৪৫০ কোটি ডলার) নিট লোকসানের আশঙ্কা করছে এএনএ।
এদিকে জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে এএনএর স্থানীয় প্রতিদ্বন্দ্বী জাপান এয়ারলাইনসের প্রায় ৮ হাজার ৫০০ কোটি ইয়েন পরিচালন লোকসান হয়েছে বলে নিক্কেই এশিয়ান রিভিউয়ের একটি প্রতিবেদনে বলা হয়েছে।