জাতিসংঘে ভেনেজুয়েলার রাষ্ট্রদূত এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান প্রেসিডেন্ট রাফায়েল দারিও রামিরেজ এ খবর নিশ্চিত করেছেন।বিবিসি জানায়, মেরুদন্ডের নিচের অংশের সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার মৃত্যুর ব্যাপারে তাৎক্ষণিকভাবে বিস্তারিত আর কোনও তথ্য পাওয়া যায়নি।বুট্রোস ঘালিই প্রথম আরব যিনি জাতিসংঘ মহাসচিব হয়েছিলেন। মিশরের নাগরিক ঘালি ১৯৯২ সালে থেকে ১৯৯৬ সাল পর্যন্ত জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পালন করেন।তার মৃত্যুতে জাতিসংঘের ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ এক মিনিট নীরবতা পালন করেছে।ঘালির ৫ বছর মেয়াদ ছিল বিতর্কিত। বিশেষত ১১৯৪ সালের রুয়ান্ডার গণহত্যা এবং ৯০ এর দশকে অ্যাঙ্গোলার গৃহযুদ্ধে জাতিসংঘের নিষ্ক্রিয়তা নিয়ে বিতর্ক ছিল। যুক্তরাষ্ট্ তাকে ‘ভুল পদক্ষেপের মহাসচিব’ হিসাবেই দেখেছে।জাতিসংঘের দায়িত্ব ছাড়ার পর বুট্রোস ঘালি ১৯৯৮ থেকে ২০০২ সাল পর্যন্ত ল্য ফাঁকোফঁই নামে ফরাসি ভাষাভাষি জাতিগুলোর সংগঠনের মহাসচিবের দায়িত্ব পালন করেন।২০০৪ সালে মিশরের নতুন মানবাধিকার পরিষদের প্রধান হয়েছিলেন বুট্রোস ঘালি। ওই সময় গণতান্ত্রিক সংস্কারের জন্য আরব দেশগুলোর ওপর পশ্চিমা বিশ্বের প্রচণ্ড চাপের মুখে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট হোসনি মুবারক এ মানবাধিকার পরিষদ গঠন করেছিলেন।