খামিছ (বৃহস্পতিবার), ০৫ ডিসেম্বর ২০২৪

সাংবাদিকতা করতে লাগবে প্রেস কাউন্সিলের সনদ

পঞ্চগড় সংবাদদাতা: সারা দেশে কর্মরত সব সাংবাদিকের তথ্যভান্ডার তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারক নিজামুল হক নাসিম।
তিনি বলেন, তথ্যভান্ডার তৈরি হওয়ার পর যাচাইবাছাই করে প্রকৃত সাংবাদিকদের সনদ দেবে প্রেস কাউন্সিল। সনদধারীরাই কেবল নিজেদের সাংবাদিক পরিচয় দিতে পারবেন।
শনিবার পঞ্চগড় সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এক আলোচনা ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ‘প্রেস কাউন্সিল আইন, আচরণবিধি ও সাংবাদিকতার নীতিমালা’ শীর্ষক এ সভার আয়োজন করে প্রেস কাউন্সিল। সহযোগিতা করে পঞ্চগড় জেলা প্রশাসন।

নিজামুল হক নাসিম বলেন, ‘সারা দেশে প্রায় ৫০ হাজার সাংবাদিক আছেন। তাদের তথ্যভান্ডার তৈরি করা হচ্ছে। মফস্বল সাংবাদিকদের তথ্যের জন্য জেলা প্রশাসকদের চিঠি দিয়েছি। যাদের সনদ দেওয়া হবে তাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্নাতক পাস। বিশেষ ক্ষেত্রে পাঁচ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতাসম্পন্নদের জন্য শিক্ষাগত যোগ্যতার এ শর্ত কিছুটা শিথিল থাকবে।’

তিনি বলেন, ‘আগে সাংবাদিকদের নামে প্রেস কাউন্সিলে মামলা দেওয়া হলে সেখানে রায়ে শুধু তিরস্কারের বিধান ছিল। এখন তা সংশোধিত হয়ে ৫ লাখ টাকা জরিমানার বিধান সংযুক্ত করা হয়েছে। সুয়োমোটো রুল (স্বতঃপ্রণোদিত রুল) জারির বিধান রাখা হয়েছে।’

প্রেস কাউন্সিল চেয়ারম্যান বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রেস কাউন্সিল আইন প্রণয়ন করেছিলেন। এ আইনটি নতুন করে সংশোধন চূড়ান্ত করা হয়েছে। সংসদে পাস হওয়ার অপেক্ষায় আছে। কমিটির সদস্য সাংবাদিকরা যারা সুপারিশ করেছিলেন এখন তাদের মধ্যে কেউ কেউ এ আইনের বিরোধিতা করছেন।’

Facebook Comments Box